প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, নিরাপত্তায় কড়া প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব জানান, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। তবে গত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবার দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য, অপপ্রচার এবং মিথ্যা প্রচারণা ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ কারণে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
প্রধান উপদেষ্টার বরাতে শফিকুল আলম বলেন, “নির্বাচন বানচালে দেশের ভেতর-বাহির থেকে অপশক্তি সক্রিয় হতে পারে। বড় শক্তি নিয়েও হামলার চেষ্টা হতে পারে। পরিস্থিতি যে–কোনো সময় চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।”
তিনি আরও বলেন, “যত ঝড়ঝাপ্টাই আসুক, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।”
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫